২০০-র বেশি আসন চাই, নইলে বিজেপি গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে, মমতার ভোটবার্তায় কিসের ইঙ্গিত

২০০-র বেশি আসন চাই। নাহলে গদ্দারদের কিনে নিয়ে সরকরা গড়বে বিজেপি। উত্তরবঙ্গের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটবার্তায় ঘোড়া কেনাবেচার ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। তাহলে কী একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না মোদী সরকার এমনই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে মমতা হারছেন বলে দাবি করেছেন অমিত শাহ। সেকারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আসনে প্রার্থী হতে চাইছেন।

২০০-র বেশি আসন চাই

উত্তরবঙ্গের সভা থেকে ২০০-র বেশি আসনে জেতার টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ২০০-র বেশি আসনে চাই। নইলে গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে বিজেপি। আগেও গদ্দারদের টাকা দিয়ে কিনেছে। ২০০-র বেশি আসন না পেেল আবার গদ্দারদের কিনবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বঙ্গের রাজনীতিতে ফের ঘোড়া কেনাবেচার ইঙ্গিত মিলেছে। তাহলে কি একুশের ভোটে ২০০ পার করতে পারবে না তৃণমূল কংগ্রেস এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

২০০-র বেশি আসন চাই

উত্তরবঙ্গের সভা থেকে ২০০-র বেশি আসনে জেতার টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ২০০-র বেশি আসনে চাই। নইলে গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে বিজেপি। আগেও গদ্দারদের টাকা দিয়ে কিনেছে। ২০০-র বেশি আসন না পেেল আবার গদ্দারদের কিনবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বঙ্গের রাজনীতিতে ফের ঘোড়া কেনাবেচার ইঙ্গিত মিলেছে। তাহলে কি একুশের ভোটে ২০০ পার করতে পারবে না তৃণমূল কংগ্রেস এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

অমিত শাহের দাবি

এদিকে আবার কোচবিহারে একের পর এক সভা করে অমিত শাহ দাবি করেছেন নন্দীগ্রামে মমতা হারছেন। সেটা বুঝতে পেরেই অন্য আসন থেকে প্রার্থী হওয়ার চেষ্টা করছেন তিনি। তবে উত্তরবঙ্গ তাঁকে কোনওদিনই জেতাবে না আন্দাজ করেই উত্তরবঙ্গ থেকে প্রার্থী হতে চাইছেন না। অন্য নিরাপদ কেন্দ্র খুঁজছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আজ সকালেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে ২০২৪-র জন্য নিরাপদ কেন্দ্র খুঁজে নিন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *