নয়াদিল্লি: আগামি সপ্তাহেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কেন্দ্র ও রাজ্যের ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন মদি। দেশজুড়ে দুই মাসব্যাপী লকডাউন শিথিল করার ফলে নতুন করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনলাইনেই ওই সভা ১৬ এবং ১৭ জুন অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর।
১৬ এবং ১৭ জুন সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মোদি
