দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি ‘অবদাঁতহামেসা ১০/১০’ ক্যাম্পেনের আওতায় লঞ্চ করল একটি নতুন ফিল্ম। হিমালয়া কমপ্লিট কেয়ার টুথপেস্টের এই ক্যাম্পেনে গুরুত্ব দেওয়া হয়েছে দাঁত ব্যথা ও ক্ষয় প্রতিরোধে সঠিক টুথপেস্ট ব্যবহার করার উপর। টিভিসি-তে এই টুথপেস্টের উপাদান হিসেবে নিম, ত্রিফলা ও মিসওয়াক থাকার কথা উল্লেখিত হয়েছে। এইসব উপাদান দাঁতব্যথা ও ক্ষয় থেকে সম্পূর্ণ সুরক্ষা জোগায়। ভারতের অন্যতম অগ্রণী ওয়েলনেস ব্র্যান্ড দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার (ওরাল কেয়ার) সইফ আহ্মেদ বলেন, ‘অবদাঁতহামেসা ১০/১০’ ক্যাম্পেনের মধ্য দিয়ে তারা জীবনের প্রারম্ভিক বছরগুলির ওরাল কেয়ারের সমস্যাগুলি তুলে ধরে সেগুলির প্রতিকারে সঠিক টুথপেস্টের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। হিমালয়া কমপ্লিট কেয়ার টুথপেস্টে থাকা নিম, ত্রিফলা ও মিসওয়াক দাঁত ও মাড়িকে রক্ষা করে, মজবুত করে ও সুস্থ রাখে। তাঁর মতে, দাঁতের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য সঠিক টুথপেস্ট দিয়ে নিয়মিত ব্রাশ করাই সর্বশ্রেষ্ঠ পন্থা।