হিংসা থামাতে বিশেষ দল গঠন কেন্দ্রের

তৃতীয়বার বাংলায় তৃণমূল ক্ষমতায় ফিরতেই ফের তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। একমাত্র বাংলাতেই চলছে সন্ত্রাস। বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে। এই আবহেই বুধবার রাজ্যের তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চার সদস্যের দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব।

এই দল রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। চার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরিতে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন। অসম এবং পুডুচেরিতে জয় হাসিল করেছে বিজেপি। ওই সকল রাজ্যের কোথাও কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি। কেবলমাত্র বাংলার মাটিতেও দেখা যাচ্ছে হিংসার ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *