এবার অসুস্থ ৭০ বছর বয়সী রাজ্যের মন্ত্রী ও নীলবাড়ির লড়াইয়ে মানিকতলায় তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডে। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হল মন্ত্রীকে। বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মন্ত্রীর করোনা পরীক্ষা হয়নি এখনো। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। উত্তর কলকাতার মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধনবাবু। আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ সেখানে।
হাসপাতালে তৃণমূলের প্রার্থী
