আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল । অভিযোগ মুমূর্ষু রোগীর ইসিজি রিপোর্ট না করাতেই মৃত্যুর অভিযোগ উঠছে । জানা গেছে আজ সকালে বছর বত্রিশের এক যুবক শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা রোগীকে ইসিজি রিপোর্ট করতে বলেন । কিন্তু রোগীর পরিবার রোগীকে নিয়ে ইসিজি করতে গেলে দায়িত্ব প্রাপ্ত কর্মীরা ঘর বন্ধ করে চলে যান । ইসিজি রিপোর্ট না করেই মুমূর্ষু রোগীকে ফেলে রাখার জন্যই মৃত্যু ঘটেছে এই অভিযোগে রোগীর পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখায় ।এ ব্যাপারে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন ।সুপার চিন্ময় বর্মন বলেন,রোগী খুব খারাপ অবস্থায় ছিল ।সব কিছু খতিয়ে দেখা হচ্ছে ।