বুধবার সন্ধ্যাবেলাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর। বিকালবেলাতেও তিনি বেঙ্গালুরু দাঙ্গা নিয়ে টিভিতে বিতর্কে অংশ নিয়েছিলেন। তারপরেই আচমকা বড়সড় হার্ট অ্যাটাক হয় তাঁর। সাতটার সময় মৃত্যু হয় এই প্রৌঢ় রাজনীতিবিদর। রাজীব ত্যাগীর মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নিবাসী রাজীব ত্যাগী ছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। একই সঙ্গে উত্তর প্রদেশে দলের মিডিয়ার দায়িত্বে ছিলেন রাজীব ত্যগী। এই নেতা নিজের সাবলীল বক্তব্যের মাধ্যমে সুচারু ভাবে দলের কথা সবার কাছে তুলে ধরতেন।
রাজীব ত্যাগির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। শেষ বিতর্কে তাঁর সামনে ছিলেন সম্বিত পাত্র। তিনিও টুইটারে নিজের হতাশা ও শোক ব্যক্ত করেছেন। তাঁর শোকবার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে এটা অপূরণীয় ক্ষতি। দলের স্বার্থ পুরোপুরি রাজীব দায়বদ্ধ ছিলেন বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী।