আমবাড়িতে দুষ্কৃতী হানায় মৃত হর্ষিত আগরওয়ালের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ । এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে আমবাড়ি থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে ওই দুজন অভিযুক্তের নাম অনন্ত রায় ও সঞ্জীব রায়। অভিযুক্তদের এদিন সোমবার গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনায় আরো যুক্তদের খুঁজতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
উল্লেখ্য বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার সময় আমবাড়ি চেকপোস্টের কাছে কয়েকজন দুষ্কৃতী হর্ষিত এবং তার বান্ধবীর কাছে টাকা দাবি করে এবং বাইক ছিনতাই করে নিতে চায়। ঘটনায় হর্ষিত টাকা দিতে অসম্মত হলে ওই দুষ্কৃতী দল হর্ষিতের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।এরপর হরষিত এবং তার বান্ধবীর চিৎকারে আশপাশের লোকজন জমা হতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবারি ফাঁড়ির পুলিশ। ঘটনায় গুরুতর জখম হলে হর্ষিতের বান্ধবীর চিৎকারে পার্শ্ববর্তী মানুষ ছুটে এসে হর্ষিতকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে হর্ষিতের পরিবার। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার আমবাড়ি আউটপোস্ট এর পুলিশ অন্যতম রায় এবং সনজিৎ রায়কে গ্রেপ্তার করল।অভিযুক্তদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো ১৪ দিনের পুলিশ রিমান্ডে চাওয়া হবে বলে জানানো হয়েছে।