দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর বইপ্রেমীদের জন্য। অবশেষে আগামী জুলাই মাসেই শুরু হতে চলেছে কলকাতার ৪৫তম আন্তর্জাতিক বইমেলা। আয়োজক সংস্থা পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সল্টলেক করুণাময়ী মোড়ের মাঠেই চলবে এই মেলা। করোনা অতিমারীর কারণে স্থগিত ছিল বইমেলা। গিল্ড জানিয়েছে, এ বারের মেলার থিম হতে চলেছে কান্ট্রি বাংলাদেশ। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে বইমেলায়।
পাশাপাশি, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, আনিসুজ্জামানের মতো ২০২০ সালে প্রয়াত বিশিষ্টদের প্রতিও বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।