ভারতে তুলনামূলকভাবে নতুন হলেও নন-মেট্রো শহরগুলিতে স্মার্ট স্পিকার সম্পর্কে সচেতন ৫৪ শতাংশ মানুষ। অ্যামাজন ইন্ডিয়ার তরফে কার্ভি ইনসাইটসের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। নন-মেট্রো শহরগুলিতে ‘আন্ডারস্ট্যান্ডিং স্মার্ট স্পিকার ইউসেজ’ শীর্ষক সমীক্ষায় ১০০০ জনেরও বেশি মানুষের মতামত নেওয়া হয়েছিল।
সমীক্ষা থেকে জানা গিয়েছে, ৫৫ শতাংশ গ্রাহক মনে করেন তারা আগের থেকে বেশি ভালভাবে সঙ্গীত উপভোগ করতে পারছেন, আর ৫০ শতাংশ গ্রাহক ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে সময় বাঁচাতে পারছেন। ৫২ শতাংশ অভিভাবক জানিয়েছেন স্মার্ট স্পিকারের জন্য তাদের ছেলেমেয়েরা আগের থেকে বেশি পড়াশোনায় মনোনিবেশ করছে। ৪৭ শতাংশের বিশ্বাস, স্মার্ট স্পিকারের কারণে ছোটোদের ভাষা শিক্ষা ও উচ্চারণের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। নন-মেট্রো শহরের প্রায় ৫০ শতাংশ উত্তরদাতার মতে স্মার্ট হোমের জন্য স্মার্ট স্পিকার কেনা প্রয়োজন। লক্ষ্ণৌ, কানপুর, পাটনা, জয়পুর, আহ্মেদাবাদ, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের উত্তরদাতারা জানিয়েছেন, তারা দিনে গড়ে আড়াই ঘন্টারও বেশি সময় স্মার্ট স্পিকার ব্যবহার করেন। যেসব কারণে ব্যবহারকারীরা সঙ্গীত উপভোগের জন্য স্মার্ট স্পিকার ব্যবহার করেন, সেগুলির মধ্যে রয়েছে সাউন্ড কোয়ালিটি (৫৮%), মাল্টি-টাস্কিং চলাকালীন মিউজিক শোনা (৫৩%) এবং ভয়েস ব্যবহার করে গান ও ভলিউম পরিবর্তনের সুবিধা (৪৪%)।