‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’ চালু করল ফ্লিপকার্ট

স্যামসাঙের সঙ্গে হাত মিলিয়ে ফ্লিপকার্ট নিয়ে এসেছে ‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’। এর ফলে সহজ ও সাশ্রয়ী উপায়ে গ্রাহকরা স্মার্টফোন আপগ্রেড করার সুযোগ পাবেন। এই প্ল্যানের আওতায় গ্রাহকদের স্যামসাঙ গ্যালাক্সি স্মার্টফোন কেনার সময় মাত্র ৭০ শতাংশ দাম দিতে হবে। একবছর পর গ্রাহকরা ফ্লিপকার্ট থেকে আপগ্রেডেড নতুন ফোন কিনতে পারবেন ও আগেরটি ফিরিয়ে দিতে পারবেন, অথবা আগের ফোনটি রাখতে চাইলে বাকি ৩০ শতাংশ দাম মিটিয়ে দিতে পারবেন। স্মার্ট আপগ্রেড প্ল্যানে স্যামসাঙ গ্যালাক্সি স্মার্টফোন কেনার জন্য পেমেন্ট করা যাবে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ইএমআই পারচেজ বা বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ডের মাধ্যমে। চলতি বছরের অক্টোবর মাসে স্মার্ট আপগ্রেড প্ল্যান চালু করার পর দেখা গেছে প্রতি পাঁচজন গ্রাহকের মধ্যে দুইজন এই প্ল্যানের সুবিধা নিতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *