সন্ধ্যা গড়াতেই স্বাস্থ্য কেন্দ্র পরিসরে ভিড় জমাচ্ছে সমাজ বিরোধীরা। চলছে নানা অসামাজিক কাজ। মাঠ জুড়ে পরে থাকছে মদের বোতল , নেশা সামগ্রীর ট্যাবলেট , কফ সিরাপের বোতল ইত্যাদি। এই ঘটনায় রীতিমত ফুঁসছে পুরাতন মালদার মৌলপুর এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় থানায় জানানো হয়েছে বলে জানা গেছে। যদিও এব্যাপারে পুরাতন মালদার বিএমওএইচ ডা: জয়দীপ মজুমদার জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। দু’দিন হলো আমি এখানে দায়িত্ব পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে । প্রয়োজনে পুলিশের সহযোগিতায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট এলাকার মানুষদের অভিযোগ, রাত হতেই এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রাস্তা দিয়ে সাধারণ মানুষ একা চলাচল করতে সাহস পাচ্ছেন না। ওই এলাকায় এখন দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। বহু অচেনা মানুষ নেশা করার জন্য এখানে জড়ো হচ্ছে। প্রতিদিনই এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর জুড়ে প্রচুর মদের বোতল, কফ সিরাপ ও মাদকের প্যাকেট পড়ে থাকছে। রোগী এবং তাদের আত্মীয়রাও এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে এসে ও আতঙ্কের মধ্যে থাকছেন।