স্বচ্ছ ওয়েটিং লিস্ট প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীরা

রাজ্যের গ্রুপ ডি প্রার্থীদের নিয়োগ ঘিরে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের চাকরিপ্রার্থীরা। এদিন আলিপুরদুয়ারে গ্রুপ ডি পরীক্ষায় পাশ করা বহু প্রার্থী স্বচ্ছ ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি জানিয়েছে। এরই সঙ্গে কাউনসেলিং নিয়ে যে দুর্নীতির অভিযোগও করেছে তারা।২০১৭ সালে গ্রুপ ডি বিজ্ঞপ্তি জারি করা হয়, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়।পরের বছর২০১৮ সালের এপ্রিল মাসে হঠাৎ করে বোর্ড ঘোষণা করে পর্যাপ্ত যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি । ফলস্বরূপ অতিরিক্ত প্রায় বারোশ ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেয় লিখিত পরীক্ষার কাট অফ কিছু কমিয়ে । সেই সাময় ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কিছু মামলা চলছিল, কিন্তু সেট এর নিষেধাজ্ঞা ও মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ ছাড়াই বোর্ড রেজাল্ট প্রকাশ করতে দেরি করে।

পরবর্তীতে রেজাল্ট প্রকাশ করে মোট পাঁচ হাজার জন এর মেরিট লিস্ট প্রকাশ করে বোর্ড। এবং বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল যে ওয়েটিং লিস্টে আছে। সেই ওয়েটিং লিস্ট আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি । সেই সময় শূন্য পদের মধ্যে মোট পাঁচ হাজার জন চাকরি পেল কিন্তু বাকি শূন্য পদ শূন্য থেকে গেল। পরবর্তীতে সফল পরীক্ষার্থীরা ওয়েটিং লিস্ট প্রকাশ করার জন্য বহুবার বোর্ডের কাছে আবেদন নিবেদন করলেও এখনো পর্যন্ত কিন্তু সেই ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়নি। এবং মাঝে মাঝে বোর্ডের ওয়েবসাইটে কিছু কিছু নিয়োগের তালিকা প্রকাশক করা হচ্ছে, কিন্তু কারা নিয়োগ পাচ্ছে তার কোনো পরিষ্কার ধারণা বোর্ড দিতে পারছে না। সেই জন্যই এই ওয়েটিং লিস্টের চাকরিপ্রার্থীদের তরফ থেকে উঠছে দুর্নীতির অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *