রিয়ার বয়স মাত্র তিন বছর আট মাস। এই বয়সেই একশোর উপর ছবি এঁকে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এ বার সোনু সুদ চ্যারিটিতে ছবির প্রদর্শনী থেকে বিক্রি হওয়া ছবির পুরো টাকাটা তুলে দিয়েছে ছোট্ট রিয়া।
এক মাসের মধ্যে একশোর বেশি ছবি এঁকে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল গুরুগ্রামের বাসিন্দা রিয়া। তার সমবয়সিরা যে ছবি আঁকে না এমন নয়। কিন্তু রিয়ার ছবি নিছক কাগজে হিজিবিজি কাটা নয়। অ্যাক্রিলিক শিটের উপর গ্লাস পেন্টিং তার পছন্দের মাধ্যম। এক মাসের মধ্যে এই মাধ্যমে একশোর বেশি ছবি এঁকেছে এসসিআর গ্লোবাল স্কুলের এই ছাত্রী। ২৫ এপ্রিল ২০২১ তারিখে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনীও হয় পর্তুগালের রাজধানী লিসবনের ইন্টারন্যাশনাল আর্ট গ্যালারিতে। সেখানে ওই ছবির বেশ কয়েকটি বিক্রিও হয়ে যায়। ছবির মূল্য হিসাবে রিয়া পায় ২০ হাজার টাকা। শেষ পর্যন্ত সেই টাকার পুরোটাই সোনু সুদ চ্যারিটিতে দান করে দেয় সে।