সুপ্রিম কোর্টের বড়ো ঘোষণা

ডিভোর্সের মামলা সংক্রান্ত বড়োসড়ো ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়ের জেরে যে সমস্ত মহিলা বিবাহ বিচ্ছেদ, সন্তানের হেফাজত ও ভরণপোষণ সংক্রান্ত দীর্ঘ মামলা লড়তে গিয়ে চূড়ান্ত আর্থিক দৈন্যের সম্মুখীন হচ্ছেন, তাঁরা উপকৃত হবেন। ভারতের সর্বোচ্চ আদালত জানিয়েছে, স্ত্রী ও সন্তানরা খোরপোশের টাকা পেতে শুরু করবেন আবেদন করার দিন থেকেই। উপকৃত হবেন তাঁরা।

এই মামলায় রায়ের ফলে খোরপোশ পাওয়ার সময় নির্দিষ্ট হল যা এতদিন পর্যন্ত হিন্দু বিবাহ আইন ও হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইনে উল্লিখিত ছিল না। সেই সঙ্গে দিতে হবে অ্যাফিডেভিটের মাধ্যমে স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ানের ঘোষণাপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *