সুখবর, জামাইষষ্ঠীর ছুটি পেল সরকারি কর্মচারীরা

আগামীকাল জামাইষষ্ঠী। সরকারী জামাইদের জন্য সুখবর। করোনা আবহে জামাইষষ্ঠী উপলক্ষে এবার সম্পূর্ণ ছুটির ঘোষণা করল নবান্ন। নির্দেশিকা অনুযায়ী, বুধবার রাজ্য সরকারের সমস্ত দফতর পুরো দিনের জন্য বন্ধ থাকবে। বিগত কয়েক বছর ধরে অর্ধ দিবস ছুটি পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, ছুটি পাওয়া যাবে সম্পূর্ণ বেতনের সঙ্গেই। এবারের জামাইষষ্ঠী তাই রাজ্য সরকারি কর্মচারীদের ভালই কাটতে চলছে। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ। গতকাল কিছু শিথিলতা সহ ওই বিধিনিষেধের মেয়াদ ১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল থেকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু জামাইষষ্ঠী উপলক্ষে ছুটি থাকার জন্য ১৭ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সমস্ত সরকারি অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *