সাফাইকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দুর্গন্ধে ঢাকল শহর শিলিগুড়ি

দুর্গন্ধে ঢাকল শহর শিলিগুড়ি সাফাইকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিনে জঞ্জালে ঢাকল শহর শিলিগুড়ি। এদিনও পুরনিগমের সামনে বাঘাযতীন পার্কের সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন তারা। এরফলে গতকাল থেকে পুরনিগমের কোনো ময়লা ফেলা হয়নি। বরং রাস্তায় ময়লার ভ্যাট ফেলে দিয়ে বিক্ষোভ দেখান সাফাইকর্মীরা। এমনকি আবর্জনার গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টারও অভিযোগ উঠলো বিক্ষোভ কারীদের বিরুদ্ধে। পথচারীরা সেই আবর্জনার ওপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হয়। অবিলম্বে দাবী পুরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি তাদের।

উল্লেখ্য বেতন বৃদ্ধি সহ একাধিক দাবীতে সরব হয়ে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় । এদিন বিক্ষোভকারীরা আবর্জনা ফেলে বিক্ষোভ দেখানোর সাথে বাঘাযতীন পার্ক থেকে কেদাল, ঝাটা ঝুড়ি হাতে নিয়ে মহিলা পুরুষ সমস্ত স্তরের সাফাই কর্মীরাই মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করে সে সময় রাস্তা দিয়ে একটি আবর্জনরা গাড়ি রাস্তায় দেখতে পেয়ে তাতে চড়াও হয় বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *