সরকারি মূল্যে আলু বিক্রি জলপাইগুড়িতে

সুলভ মূল্যে ক্রেতাদের হাতে আলু তুলে দিতে জলপাইগুড়িতে সুফল বাংলা স্টলের খুলল আজ। বর্তমানে বাজারে চালের থেকে আলুর দাম বেশি। শুধু আলুই নয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য আকাশছোঁয়া। সাধারণ মানুষের আলু সেদ্ধও এখন নাগালের বাইরে। কেজি প্রতি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দরে আলু কিনতে ভাবতে হচ্ছে মানুষদের। এই সমস্যা সমাধানে মানুষের সামনে কয়েকমাস ধরে মানুষকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সোমবার সকাল থেকে সুফল বাংলার মাধ্যমে মোবাইল ভ‍্যানে করে সরকারি মূল্যে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হল জলপাইগুড়িতে। অর্ধেক দামে আলু কেনার জন্য ব‍্যাপক ভিড় দেখা গেল এদিন।

সোমবার জলপাইগুড়ি ডেঙ্গু‌য়াঝাড় এলাকায় মোবাই‌ল ভ‍্যানে‌র মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি‌ করা হয়। একজন ক্রেতাকে মোট তিন কেজি করে জ্যোতি আলু দেওয়া হচ্ছে বলে জানান সুফল বাংলার কর্মী রবিনাথ বর্মন। তিনি জানান, মোবাইল ভ‍্যাানে‌র মাধ্যমে গোটা জেলা‌তেই ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে। বিভিন্ন বাজারে এদিন মোবাইল ভ‍্যানে‌র সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আলু কিনতে দেখা যায় সাধারণ মানুষ‌কে। সাধারণ মানুষের সুবিধের জন্য আগামী দিনগুলোতেও একই প্রকৃয়া‌য় আলু বিক্রি করা হবে বলে জানান সুফল বাংলার কর্মী‌রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *