সরকারি পয়সায় আর চলবে না মাদ্রাসা, জানিয়ে দিল অসম সরকার

 সরকারি পয়সায় আর চলবে না মাদ্রাসা এবং সংস্কৃত টোল, সাফ জানিয়ে দিল অসম সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি খরচে আর কোনো ধর্মীয়শিক্ষা বন্ধ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। রাজ্যের শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন জনতার করের পয়সায় ধর্মীয় শিক্ষা দেওয়া সম্ভব নয়। এই নীতি সংস্কৃত টোলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে।শুক্রবার সংবাদমাধ্যমের সামনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা অতীতে বিধানসভাতেই আমাদের সিদ্ধান্ত জানিয়েছিলাম। ধর্মীয় শিক্ষায় কোনও ভাবেই সরকারি অর্থব্যয় চাই না আমরা।”

হিমন্ত বিশ্বশর্মা বলছেন, “বেসরকারি ভাবে চলা টোল মাদ্রাসা নিয়ে আমাদের কিছু বলার নেই। সেগুলি নিজেদের মতো চলতে পারে। আমরা কোনও মাদ্রাসা বা টোলের দায় নেবো না।”বর্তমানে রাজ্যে সরকারি মাদ্রাসা শিক্ষক রয়েছেন প্রায় পঞ্চাশ জনের মতো। তাদের অন্য স্কুলে বদলি করে দেবে শিক্ষা দপ্তর।
এই ঘোষণা হতেই আসামের মৌলবাদী সংগঠনগুলি ক্ষোভ প্ৰকাশ করে জানিয়েছে , বিজেপি এসব গায়ের জোরে করছে। পরবর্তীকালে বিজেপি সরকার না থাকলে আবার মাদ্রাসা শিক্ষা চালু করারও হুঁশিয়ারি দিয়ে রাখে ধর্মীয় মৌলবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *