করোনার তাণ্ডবে নাজেহাল দেশ। গভীরতম সংকটে গোটা দেশ। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে দেশে অক্সিজেনের ঘাটতি। এরমধ্যে শীর্ষে রয়েছে দিল্লী। দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ। অক্সিজেনের অভাবে বাড়ছে মৃতের সংখ্যা। গোরস্থান ও শ্মশানে উপচে পড়ছে সৎকারের জন্য আনা মৃতদেহ।
এহেন পরিস্থিতিতে এবার সেনাবাহিনীর সাহায্য চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকার। রাজধানীতে ভয়াবহ করোনা সংকটের মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সেনার সাহায্যে দিল্লিতে কোভিড হাসপাতাল বানাতে চাইছে দিল্লি সরকার। এই অবস্থায় গত শনিবার দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়।