গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাসের আতঙ্ক। দিশেহারা অবস্থা৷ ভ্যাকসিন এসে গেলেও কিছুতেই স্থিতিশীল হচ্ছে না দেশে কোভিডের বাড়বাড়ন্ত। জীবনদায়ী ওষুধ, অক্সিজেন, হাসপাতালের শয্যার অভাবে ধুঁকছে ভারত। ভয়াবহ পরিস্তিতি। এই পরিস্থিতিতে করোনা বধে এবার হাতে এল নতুন অস্ত্র। বাজারে এল করোনার অ্যান্টিবডি ড্রাগ Regkirona। ভ্যাকসিন নয় এবার ওষুধেই নির্মূল হবে করোনা দাবি দক্ষিণ কোরিয়ার বায়োফার্মাসিওটিক্যাল কোম্পানি সেলট্রিয়ন-এর। বিশ্বের মধ্যে প্রথমেই করোনার ওষুধ হাতে পাচ্ছে পাকিস্তান। প্রথম আমদানি করা এই ওষুধ করোনা আক্রান্ত পাকিস্তানি সেনার চিকিৎসায় কাজে লাগানো হবে। শুধু তাই নয়, পাকিস্তানি নাগরিকদের ট্রিটমেন্টেও ব্যবহার হবে Regkirona।