ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আগের চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে। কোভিড সংক্রমণ সামলাতে আজ মঙ্গলবার রাত ৯টা থেকে দক্ষিণী রাজ্য কর্নাটকে শুরু হচ্ছে ১৪ দিনের লকডাউন। কোভিড সংক্রমণ পরিস্থিতির কথা বিচার করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ঘোষণা করেন। জরুরি প্রয়োজনীয় পণ্ডের দোকান খোলা রাখা যাবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে রেকর্ড ৩৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারান ১৪৩ জন। অন্যদিকে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী৷