শুরু হচ্ছে আনলক ৫.০

চতুর্থ পর্যায়ের আনলকডাউন সমাপ্ত হতে চলেছে ৩০ সেপ্টেম্বর। পয়লা অক্টোবর থেকে শুরু হচ্ছে আনলক ৫.০। মনে করা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এবার ছাড় মিলতে পারে ৫য়ের জন্য। সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন।  

অক্টোবর মাসে সারা দেশ উৎসবে মাতবে। ফলে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি বলেই মনে করছে কেন্দ্র। উল্লেখ্য কোনও রাজ্যই কেন্দ্রকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে না জানানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনের পঞ্চম পর্যায়ে একাধিক বিষয়ে ছাড় দিতে পারে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন লকডাউন জারি করে অর্থনৈতিক লেনদেনে কোনও বাধা যাতে সৃষ্টি না হয়, তা দেখতে হবে।

পশ্চিমবঙ্গে ১ অক্টোবর থেকে সমস্ত সিনেমা হল এবং থিয়েটার গুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তবে এক্ষেত্রে কড়া ভাবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।

লকডাউন এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পর্যটন ব্যবসা। তবে সম্প্রতি ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে তাজমহলের দরজা। লকডাউনে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

করোনা আবহে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ ট্যুরিজম সেক্টর। এবার অক্টোবর থেকে সেই সেক্টর ঘুরে দাঁড়াতে পারে। অক্টোবর থেকেই বিভিন্ন ভ্রমণ স্থান নিজেদের দরজা খুলে দিচ্ছে ভ্রমণার্থীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *