শুভ্রজিতের মৃত্যুতে হাসপাতালকে জরিমানার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন

উত্তর ২৪ পরগনার ইছাপুরের উচ্চমাধ্যমিকের ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য কমিশন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বেলঘড়িয়ার মিডল্যান্ড হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন।

গত ১০ জুলাই মৃত্যু হয় শুভ্রজিতের। একটি নয়, দু’টি নয়, তিন-তিনটি সরকারি-বেসরকারি হাসপাতাল সেদিন ফিরিয়ে দিয়েছিল শ্বাসকষ্টে ছটফট করতে থাকা ১৮ বছরের সদ্যতরুণকে। একমাত্র সন্তান যাতে চিকিৎসাটুকু পায়, সে জন্য শেষে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এসে আত্মহত্যা করার হুমকি দেন বাবা-মা। চাপের মুখে ভর্তি হলেও, প্রাণে বাঁচেনি ইছাপুরের ছেলেটি।

তারপরেই চিকিৎসায় গাফিলতি ও ময়নাতদন্তের দাবি নিয়ে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, তরুণের ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

এছাড়া স্বাস্থ্য কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনেও লিখিত অভিযোগ দায়ের করেন শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় ও বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার স্বাস্থ্য কমিশনে মামলা ওঠে। সেখানেই বেলঘড়িয়ার বেসরকারি হাসপাতালকে এই নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *