মুকুল-শুভেন্দুর মধ্যে থেকে বিরোধী দলনেতা নির্বাচনের জল্পনা শেষ করে কলকাতায় বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন বিরোধী দলনেতা ঘোষণা করে । কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন।
দক্ষ সংগঠক হিসেবে শুরু থেকেই বিরোধী দলনেতা পদে নির্বাচিত হওয়ার জন্য় অনেকটাই এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ধারে ও ভারেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভার দীর্ঘ দিনের সদস্য এবং তৃণমূলের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বৈঠকেও মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করলে তাতে বাকি বিধায়করা সম্মতি জানান।
বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর টুইট করে লেখেন, “বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দল কর্তৃক মনোনীত হয়ে আমি আপ্লুত। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ। বাংলার জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার্থে আমি দায়বদ্ধ।”
বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দল কর্তৃক মনোনীত হয়ে আমি আপ্লুত।
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2021
আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ।
বাংলার জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার্থে আমি দায়বদ্ধ।@BJP4India @BJP4Bengal pic.twitter.com/eXhSJGVHQR