গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বড় সরো সাফল্য পেলো সালুগারা বনদপ্তর।ঐ আভিযানে পাঁচ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করলো বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা।গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ি ঘোষ পুকুর বাইপাসে একটি তুস বোঝাই পিক আপ ভ্যান আটক করে বন কর্মীরা।তুসের বস্তার নীচে রাখা ছিল সেগুন কাঠের লগ গুলি। গয়েরকাটার তেলি পারা থেকে এই কাঠ গুলি পাচার করা হচ্ছিল বিহারের উদ্দেশ্যে বলে প্রাথমিক তদন্তে অনুমান বনকর্মীদের।এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে বনকর্মীরা।কাঠ সহ আরো একটি স্করপিও গাড়িও আটক করেছে বনকর্মীরা।এই অভিযানের নেতৃত্ব দেন শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।জানা গিয়েছে অভিযুক্তদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
শুক্রবার গভীর রাতে ফুলবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার
