মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা ক্ষেত্রের পাথরঘাটা মন্ডলের কয়েকশো দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট।এদিন জ্ঞানজ্যোতি মোড় সংলগ্ন এক বেসরকারি ইঞ্জিনিয়ার কলেজের মাঠে এই অনুষ্ঠান করা হয়।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগড়য়াল মহাশয়, সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন , জেলা পর্যবেক্ষক দ্বীপ্তিমান সেনগুপ্ত , মন্ডল যুবসভাপতি উত্তম কারজী, সহ মন্ডলের অন্যান্য সদস্যরা।
শীতবস্ত্র বিতরণ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট
