শিলিগুড়িতে টোটোচালকদের বিক্ষোভ

মহামান্য কোর্টের নির্দেশ এবং শিলিগুড়ির যানজট নিয়ন্ত্রণের উদ্যেশ্যে শিলিগুড়ির প্রধানসড়কগুলিতে অবৈধ টোটোর বিরুদ্ধে পুলিশ পথে নামতেই এর প্রতিবাদে পথে নামলেন টোটোচালকরা । জানা গিয়েছে ১লা জানুযারি থেকে রেজিস্ট্রেশন এবং টিন নম্বর ছাড়া শহরের কোনো প্রধানসড়কে সমস্ত টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রসাশন। এরই বিরুদ্ধে আজ প্রতিবাদে নামে প্রায় একশো টোটো চালক। টোটোচালকদের দাবি শিলিগুড়িতে প্রায় ৫০০ টোটো চালক রয়েছে। টোটো চলাচল বন্ধ করে দিলে তাদের রুজি রোজগারে টান পড়বে।

এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় রাস্তায় আটকে বিক্ষোভ দেখায় তারা। এই অবস্থায় তাদের দাবি প্রশাসনকে টোটো চালাতে দিতে হবে।এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য রাজ্যসরকারের কাছে দাবি জানাতেও প্রস্তুত তারা। পুলিশের দাবি, শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ টোটো উঠতে দেওয়া যাবে না। রেজিস্ট্রেশনহীন টোটো গুলি প্রধানসড়কগুলির পাশে পকেট রোদগুলোতে চলতে পারে। বা শহরের বাকি রাস্তাগুলিতে চলার অনুমতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *