বুধবার জানা যায়, হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শহীদ দিবসে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক। ঠিক তার পরের দিনই ধরা পড়ে করোনা। এদিকে শহীদ সমাবেশের দিন তাঁর সংস্পর্শে এসেছেন বহু নেতা তাই হুগলি জেলার বেশিরভাগ রাজনীতিবিদই বাধ্য হয়েছেন হোম কোয়ারেন্টাইনে থাকতে। দিলীপ যাদব জানান, মঙ্গলবার চণ্ডীতলায় শহীদ দিবস উপলক্ষে যে সমাবেশ হয়েছিল সেখানে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি তাঁরা সকলেই উপস্থিত ছিলেন। ফলে স্নেহাশিসবাবুর রিপোর্ট পজিটিভ আসার পর সকলেই হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। চিন্তার ভাঁজ পড়েছে রাজনৈতিক নেতাদের কপালে।