লাদাখের দিকে যারা চোখ তুলেছিল, তাদের দেওয়া হয়েছে কড়া জবাব!

 চীনের সাথে চলা সীমান্ত বিবাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ রেডিওতে ‘মন কি বাত” (Mann Ki Baat) অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে সম্বোধিত করেন। উনি নিজের সম্বোধনে চীনের সাথে চলা বিবাদ নিয়ে বলেন, মহামারীর মধ্যে আমাদের কিছু প্রতিবেশী যা করা হচ্ছে, দেশ সেই চ্যালেঞ্জের সাথে ভালোভাবেই মোকাবিলা করছে। দেখে নিন, আজ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে কি কি বললেন?

আমার প্রিয় ভারতবাসী, আজ ২৮ জুন ভারত এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, উনি এক কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি নরসিমহা রাও জি’র আজ জন্ম জয়ন্তী। আমার প্রিয় ভারতবাসী, এবারের মন কি বাতে অনেক বিষয়ে চর্চা হয়। আগামী দিনে আমরা যখন সাক্ষাৎ করব, তখন আরও কিছু নতুন বিষয় নিয়ে চর্চা হবে। আপনারা আপনাদের বার্তা, আপনাদের নতুন আইডিয়া আমাকে পাঠাতে ভুলবেন না।

লাদাখে ভারতের ভূমিতে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাদের কড়া জবাব দেওয়া হয়েছে। ভারত, মিত্রতা পালন করতে যেমন জানে, তেমনই চোখে চোখ লাগিয়ে দেখা আর উচিৎ জবাব দিতেও জানে। লাদাখে আমাদের জওয়ান সর্বোচ্চ বলিদান দিয়েছে, তাদের বীরত্বকে গোটা দেশ প্রণাম জানাচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। গোটা দেশ ওনাদের প্রতি কৃতজ্ঞ, ওনাদের সামনে আমরা মাথা নত করছি।

উনি বলেন, আমাদের বীর সন্তানদের বলিদানে, ওনাদের পরিবারের মধ্যে গর্বের যেই ভাবনা আছে সেটাই দেশের আসল শক্তি। আপনারা দেখেছে, যাঁদের সন্তান সর্বোচ্চ বলিদান দিয়েছে, সেই মা-বাবা নিজের আরেক সন্তানকে দেশের সেবার জন্য সেনায় পাঠানো কথা বলেছেন। আমাদের প্রতিটি প্রয়াস এই দিশাতেই হওয়া উচিৎ। এরফলে সীমান্ত রক্ষার জন্য দেশের শক্তি বাড়বে, দেশ আরও বেশি করে সক্ষম হবে, দেশ আত্মনির্ভর হবে এটাই আমাদের বলিদানি জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *