লক্ষ্য সমাজসেবা, আর সেই লক্ষ্যই হাতে পৌঁছে দিল রাষ্ট্রপতি পুরষ্কার

সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হলেন সূর্যসেন মহাবিদ‍্যালয়ের NSS ইউনিটের ছাত্র পল্লব বিশ্বাস। তার বাড়ি বালুরঘাটে হলেও পড়াশুনার সূত্রে শিলিগুড়ির সূর্যসেন মহা বিদ‍্যালয়ে ভর্তি হয় সে। শিলিগুড়িতে থাকাকালীন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে NSS ইউনিটে যোগদান করে সে।

পল্লব বিশ্বাস মূলত ‘নদী বাঁচাও’ ও ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ এর প্রতি কাজ করে এই বিশেষ সন্মান পেয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে পুরষ্কার নিয়ে আপ্লুত পল্লব জানান, সমাজের প্রতি দায় আরও বেড়ে গেল।

নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই সূর্যসেন মহা বিদ‍্যালয়ের NSS ইউনিট 2 এর সকল ছাত্র-ছাত্রীরা হুট খোলা জিপে করে ব্যান্ড বাজিয়ে তাকে সংবর্ধনা জানায়।

অন‍্য দিকে, এই আনন্দের খবর শোনা মাত্রই আরও একজন সমাজ সেবী তথা তৃণমূলের জেলা সম্পাদক মদন ভট্টাচার্য্য ছুটে আসেন নিউ জলপাইগুড়ি স্টেশনে। ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে পল্লবকে জড়িয়ে ধরেন তিনি। এর পাশাপাশি তাঁর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সর্বদা তাঁর পাশে থাকর অঙ্গীকার করেন।
মদনবাবু জানান, পল্লব দেখিয়ে দিল সমাজের জন‍্য কাজ করলে মনের শান্তির চেয়ে বড় সন্মান আর হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *