লকডাউনে চাকরি হারানো শ্রমিককে বেকারত্ব ভাতা দেবে কেন্দ্র

প্রায় ৪১ লক্ষ শ্রমিককে বেকারত্ব ভাতা দিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের পৌরহিত্যে Employees State Insurance Corporation বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ২৪ মার্চ ও ৩১ ডিসেম্বর ২০২০-র মধ্যে চাকরি হারানো বা সম্ভাব্য চাকরি হারানোর ক্ষেত্রে এই ভাতা দেওয়ার কথা হয়েছে। এই মুহূর্তে প্রায় ৮০ লাখ কর্মী ইএসআইসি স্কিমের সঙ্গে যুক্ত আছেন ও বর্তমানে চাকরি হারিয়েছেন। তাদের প্রায় ৫০ শতাংশ লাভবান হবেন সরকারের এই সিদ্ধান্তে। 

ESIC-র বোর্ড সদস্য অমরজিৎ কৌর বলেন যে শেষ তিন মাসের গড় মাইনের ৫০ শতাংশ দেওয়া হবে। তবে তিনি আক্ষেপ করেন যে কারা এই লাভ পাবেন, সেই মাপকাঠি আরেকটু শিথিল করলে প্রায় ৭৫ লক্ষ শ্রমিক উপকৃত হতে পারতেন।

কোনও শিল্পের সঙ্গে যুক্ত কর্মী যদি দুই বছর ইএসআই স্কিমের আওতায় থেকে থাকে ও চাকরি হারানোর আগে ছয় মাস এই তহবিলে টাকা জমা করে থাকে, ও অন্তত ছয় মাস টাকা জমা করে তার আগের দুই বছরে, তাহলে সে এই বেকারত্ব ভাতা পাবেন চাকরি হারানো শ্রমিকরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *