বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য ও রেল। করোনা মহামারির জেরে সাত মাস বন্ধ থাকার পর বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, জগদ্ধাত্রী পুজো বা কালীপুজোয় যে সব জায়গায় ঠাকুর দেখার ভিড় হয়, সেখানে পুজোর দিনগুলোয় ট্রেন না চালানোই ভাল। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের তরফে স্টেশনের প্রবেশদ্বার ও বাইরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।