রেলে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় প্রতারনার জাল বিছিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে ফেরার কমল দাস নামে এক ব্যক্তি ।অভিযুক্ত ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে এনজেপি র কাছাকাছি গা ঢাকা দিয়েছিল ।কমল দাসের বিরুদ্ধে মালদায় বেশ কয়েকজন যুবক এর কাছ থেকে প্রচুর টাকা রেলে চাকরি দেওয়ার নাম করে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
প্রতারিত এক ব্যক্তির সূত্র ধরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কমল দাস নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত কমল দাস ।কমল দাস কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানতে পেরেছে কলকাতার আরেকজনের নাম । অভিযুক্ত কমল দাস পুলিশের জেরায় জানিয়েছে কলকাতার ওই ব্যক্তিকে তিনি 22 লক্ষ টাকা পাঠিয়েছেন ।
বেকার যুবকদের কে রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা অভিযুক্ত কলকাতার এই ব্যক্তিকে পাঠিয়ে কমিশন পেতেন ।অভিযুক্ত কমল দাস কে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে ।পুলিশের অনুমান এর পিছনে বড় কোনো প্রতারণা চক্র জড়িয়ে রয়েছে। তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের বাকিদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে