রায়গঞ্জে বইমেলার উদ্বোধন


কোভিড নির্দেশিকা মেনে উত্তরদিনাজপুরে শুরু হল বইমেলা। এদিন রায়গঞ্জ শহরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুল ময়দানে জেলা বইমেলার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী সত্যধর্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক অর্নব চ্যাটার্জি, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

জানা গেছে , এবারের জেলা বইমেলায় মোট ৫০ টি বইয়ের স্টল করা হয়েছে। কলকাতা থেকে শুরু করে অন্যান্য জেলা থেকেও প্রকাশকেরা তাদের বইয়ের সম্ভার নিয়ে বইমেলায় পসার সাজিয়েছেন। বইমেলার অন্যতম আয়োজক উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক অর্নব চ্যাটার্জি জানিয়েছেন, অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি স্টলকে স্যানিটাইজিং করা হয়েছে। বইপ্রেমী মানুষদের অনুরোধ করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যাবহার করে বইমেলায় অংশগ্রহণ করার জন্য। মঙ্গলবার থেকে শুরু হওয়া জেলা বইমেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *