শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিদ্যানগর কলোনি এলাকায় রাস্তা মেরামতের দাবিতে চম্পাসারি এলাকা থেকে দেবীডাঙা যাওয়ার পথ অবরোধ করে বিক্ষোভে সরব হলো স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত ৪০ বছর ধরে প্রসাশন এর পক্ষ থেকে রাস্তা মেরামত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও, যথাযথ কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অঞ্চলে সামান্য বৃষ্টি হলেই রাস্তা প্লাবিত হয়ে যায়। সেই কারণে এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতায়াত এবং অন্যান্য ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। প্রশাসনের পক্ষ থেকে যাতে রাস্তা মেরামতের কাজ অবিলম্বে শুরু করা হয় সেই দাবি নিয়েই এই অবরোধ কর্মসূচি চালায় স্থানীয়রা। তারা জানায়, যতক্ষন না অবধি ওয়ার্ড কো-অর্ডিনেটর ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আশ্বাস না দেয় ততক্ষণ তারা অবরোধ তুলবেন না। পরবর্তিতে প্রধান নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে প্রধাননগর থানার আইসি এর আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।