গত বছর ৫ অগাস্টই জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল৷ সেই দিনটিতেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মন্দিরের অছি পরিষদের বৈঠকের পর এই দিনটি চূড়ান্ত করা হয়৷ কিন্তু এর পিছনেও রাজনৈতিক অঙ্ক রয়েছে৷ কারণ যেভাবে এক বছর আগে ঠিক এই দিনটিতেই কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল, ফলে রাম মন্দিরের শিলান্যাসের জন্য এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে পরিকল্পনার ছাপ স্পষ্ট৷ ফলে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির দিনই মোদি সরকারের দ্বিতীয় লক্ষ্যপূরণ হচ্ছে বলে ধরেই নেওয়া যায়৷
মন্দিরের শিলান্যাসের পর নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে৷ সেক্ষেত্র ২০২৩-এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা৷ আর ২০২৪ সালেই পরবর্তী লোকসভা নির্বাচন৷ ফলে তিন বছরের মধ্যে কাজ শেষ করে পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দিরের উদ্বোধন করে দেওয়াটাই প্রধানমন্ত্রী সরকারের প্রধান লক্ষ্য৷