“রামরাজ্য” এখন “এনকাউন্টার প্রদেশ”

যোগীর রাজ্যে গত ৪০ মাসে ৬,২০০ টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। আর তাতে মৃত্যু হয়েছে মোট ১২৪ জনের। এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে সরকার। বিরোধীদের দাবি যোগীর “রামরাজ্য” এখন “এনকাউন্টার প্রদেশ”। ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসনকে অগাধ স্বাধীনতা দিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার।

তথ্য অনুযায়ী, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার পর সংশ্লিষ্ট রাজ্যে মোট ৬২০০টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। আর তাতে মৃত্যু হয়েছে ১২৪ জনের! শুধু তাই নয়, এই এনকাউন্টারগুলিতে ২৩০০ জন অপরাধী ও প্রায় ৯০০ পুলিশকর্মী আহত হন। সরকারি সূত্রে খবর, এই এনকাউন্টারগুলির অধিকাংশই হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশে। সূত্রের খবর, এই ‘এনকাউন্টার রীতি’-র কারণে প্রায় ১২ হাজার দুষ্কৃতী জামিন নিতে অস্বীকার করেছিল। আবার অনেকেই নিজে থেকে আত্মসমর্পণ করেছিল এনকাউন্টারের ভয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *