রামমন্দির চত্বর নকশা বানাতে অংশ নিতে পারে জনগণ

রামমন্দির চত্বর বানাতে অংশ নিতে পারবে যে কেউ জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট। রামমন্দির নির্মাণ শুরু হওয়ার পরে শ্রী রাম জন্মভূমির তীর্থ চত্বরকে আরও ঐশ্বরিক ও আধ্যাত্মিক করে তুলতে সাধারণ মানুষের কাছে নকশা ও আইডিয়া চেয়ে পাঠাল রামমন্দির ট্রাস্ট। রামমন্দির ক্ষেত্রতে পছন্দের সেই নির্বাচনী নকশা প্রয়োগ করা হবে। বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, শ্রী রাম মন্দিরের নকশা চূড়ান্ত হয়ে গেছে। আপনিও যদি কোনও নকশা পাঠাতে চান সেক্ষেত্রে ২৫ নভেম্বরের মধ্যে রাম মন্দির ট্রাস্টকে মেইলে নকশা প্রেরণ করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাস্ট-ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *