রামমন্দিরের ভূমিপুজোর উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ৫০ জন ভিভিআইপি। ইতিমধ্যে নয়াদিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে লখনউ উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাম জন্মভূমি পরিদর্শন করা প্রথম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে গোলাপী-সবুজ আলোয়। রাস্তার ধারে সমস্ত বাড়ি করা হয়েছে হলুদ রঙ। ৪০ কেজি রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। কোভিড-১৯ সংক্রমণ মাথায় রেখে ছোট করা হয়েছে আমন্ত্রিতদের তালিকা।

গত বছর ৯ নভেম্বর এই মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিতর্কিত ২.৭ একর জমির মালিকানা দেওয়া হয়েছে মন্দির কমিটিকে। আর অযোধ্যাতেই পৃথক ৫ একর জমিতে মসজিদ নির্মাণের অনুমোদন দিয়েছে কোর্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *