রামমন্দিরের অনুষ্ঠানে গেরুয়া রঙে সেজে উঠছে শিলিগুড়ি

রাত পোহালেই রাম মন্দিরের ভূমি পূজন। সেই পূজন স্থান অযোধ্যায় হলেও তার রেশ আবহাওয়া দেশের সর্বত্র।সিলিগুড়িতেও চলছে রাম মন্দির পূজনের প্রস্তুতি।এই উপলক্ষে শিলিগুড়িতে হিলকার্ট রোডে লাগানো হয়েছে গেরুয়া পতাকা।

Supporters of the Vishva Hindu Parishad (VHP), a Hindu nationalist organisation, prepare flags at the venue of Sunday’s “Dharma Sabha” or a religious congregation organised by VHP, in Ayodhya, Uttar Pradesh, India, November 24, 2018. REUTERS/Pawan Kumar

শিলিগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে এই পতাকা ও গেরুয়া ধ্বজ লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।বিজেপির এক কার্য্কর্তা জানিয়েছেন যে বুধবার সারাদেশ রাম মন্দিরের পুনর্নির্মানের উৎসবে শামিল হবে।শিলিগুড়িতেও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছেন বলে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *