রাজ্য জুড়ে বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

করোনা আবহে এবার বাজি পটকা ফাটানো যাবে না এনিয়ে চূড়ান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজার পর থেকেই ডাক্তাররা বাজি পটকা ফাটাতে নিষেধ করেছেন। করোনায় আক্রান্ত রোগীদের এবং করোনা থেকে সদ্য সুস্থ হয়ে ওঠা রোগীদের বাজি-পটকার ধোঁয়া মারাত্মক ক্ষতি করতে পারে এ নিয়ে সতর্ক করেছিলেন ডাক্তারগণ।

ডাক্তারের মতামতকে প্রাধান্য দিয়ে তাই এবছর রাজ্য জুড়ে বাজি নিষিদ্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। বাজি পোড়ানো যাবে না। বিক্রিও করা যাবে না। শুধু কালীপুজো বা দীপাবলির জন্য নয়, এই আদেশ ছটপুজো, জগদ্ধাত্রী পুজোর জন্যও । রাজ্যে সমস্ত ধরনের বাজি কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট ৷

করোনা সংক্রমণের কারণে এমনিতেই অনেকের শ্বাসকষ্ট। আতসবাজি পোড়ালে সেই শ্বাসকষ্ট আরও বাড়ার আশঙ্কা। তাই, বাজির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷ তাতেই এবছর বাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *