রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করা, GST ও অন্যান্য প্রাপ্য আর্থিক পাওনা থেকে বঞ্চনা, ব্যাপকভাবে কর্মী সংকোচন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা গুলিকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ।

জানা গেছে জেলা তৃণমূল কমিটির উদ্যোগে শিলিগুড়ির ভেনাস মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় । যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যেভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে তার তীব্র বিরোধ করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । গৌতম দেব আরো অভিযোগ করেন যে করোনা মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগে বাংলায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও প্রয়োজনীয় সাহায্যটুকু করছে না।কেন্দ্রীয় সরকার । এছাড়াও চাষীদের প্রতি বাংলার চাষীদের বঞ্চনা , কোভিড মোকাবিলায় বাংলায় যথাযোগ্য প্রাপ্য রাজ্যকে না দেওয়ার অভিযোগ জানিয়েছেন মন্ত্রী গৌতম দেব । এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের একাধিক কর্মী নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *