এবার বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনেকগুলি হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত হাঁস-মুরগির নমুনা পাঠানো হচ্ছে। মৃতদেহের নমুনা কলকাতার পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ার জেলাতেও বুনো পায়রার মৃতদেহ উদ্ধার হয়। বিষয়টি জানানোর পর প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকের কাছে খবর পাঠানো হয়।
তবে এই মুহূর্তে আতঙ্কের কারণ নেই বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। দেশের চার রাজ্য কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে গত কয়েকদিনে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েক লক্ষ পাখির। ইতিমধ্যেই দেশের এই রাজ্যে বার্ড-ফ্লু নিয়ে হাইঅ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার।