আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু করছে দক্ষিণপন্থী ধর্মীয়-সামাজিক সংগঠন হিন্দু সংহতি । আর হিন্দু সংহতির এই সিদ্ধান্ত রাজ্যে রাজ্য বিজেপির সমস্যা যে বাড়বে তা অনুমান করছেন অনেকে । জানা গেছে হিন্দু সংহতির নেতা দেবতনু ভট্টাচার্য রাজ্যে হিন্দু মতাদর্শকে আরো দৃঢ় করতে আগামী বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিতেই সংগঠনের নিচুতলার সদস্যরা খুশি । স
ম্প্রতি হিন্দু সংহতির নেতা তপন ঘোষের মৃত্যুতে সংগঠনের দায়িত্ব নেন দেবতনু ভট্টাচার্য। এরপরই রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতাকে দৃঢ় করতে এবার রাজনীতির দিকে ঝুঁকছেন। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের প্রায় ৫০ টি আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে তারা। মূলত হিন্দু অধ্যুষিত জেলাগুলিই প্রাথমিকভাবে এবার টার্গেট করছে। হিন্দু সংহতি এবার নির্বাচনে প্রার্থী দিলে বিজেপির ভোটে যে কাটছাট হবে তার অনুমান করে চিন্তা বেড়েছে মুরলিমোহন রোডের অফিসে। এতদিন রাজ্যে হিন্দু ভোটের একচ্ছত্র আধিপত্য ছিল বিজেপির। এবার হিন্দু সংহতি নির্বাচনে প্রার্থী দিলে এবং রাজ্যে তারা রাজনৈতিক দল তৈরি করলে রাজ্যে রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে বলে বিশেষজ্ঞমহল মনে করছে।