আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় একধাক্কায় তাপমাত্রা পড়তে পারে অনেকটা। বিশেষত রাতের তাপমাত্রা সর্বনিম্ন কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে উত্তর-পশ্চিম এবং উত্তর দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বায়ুর প্রবাহ বাড়বে। তার ফলে পারদ পড়বে কলকাতায়।