ব্লাড ব্যাংকের ডিসপ্লে বোর্ডে সব ক্যাটাগরিতে ইউনিট সংখ্যা শূন্য। রক্তের সব ইউনিটের পাশে নীল কালি। এরকম অবস্থা নিয়ে একদিকে যেমন রোগীর চিকিৎসায় দেরি হচ্ছে তেমনি রক্ত দাতা খুঁজতে হন্যে হয়ে খুঁজতে হচ্ছে রোগীর পরিবার-পরিজনকে। জানা গেছে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক প্রায় একসপ্তাহ ধরে খালি পরে রয়েছে এই ঘটনায় চিন্তায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রের খবর দীর্ঘদিন করোনা এবং লকডাউন পরিস্থিতিতে জেলায় বেশি রক্তদান শিবিরের আয়োজন হয়নি। এর পাশাপাশি করোনা আবহে ঝুঁকি নিয়ে কোনো রক্তদাতা মেডিকেলে রক্ত দিতে আসছেন না। এর ফলে চরম সমস্যায় পড়েছে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংক।
রোগীর এক আত্মীয় দীপককুমার মন্ডল বলেন, ৫ দিন ধরে আসছি ব্লাড ব্যাঙ্কে। কোনও রক্তই নেই। ফিরে যেতে হচ্ছে। আমার রোগী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এখন গ্রাম থেকে দুই প্রতিবেশী রক্তদাতাকে ডেকে আনা হচ্ছে।’