যোগীর সভায় যেতে বাধা বিজেপি সমর্থকদের, কাঠগড়ায় তৃণমূল

আজ মালদায় যোগী আদিত্যনাথের সভায় যেতে পারল না হরিশচন্দ্রপুর ব্লকের সুলতান নগর এলাকার বিজেপি কর্মীরা। সৌজন্যে শাসক দলের কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ রাস্তায় গাড়ি আটকে সভায় যেতে বাঁধা দেয় কিছু তৃণমূল যুবকদের বিরুদ্ধে।জানা গেছে ওই যুবকরা মালদা জেলার তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খানের অনুগামী।এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।যদিও তৃণমূল জেলা নেতৃত্ব এই কথা অস্বীকার করেছেন।

সুলতান নগরের বাসিন্দা বিজেপি সমর্থক বাবলু মন্ডল বলেন, “আমরা গাজোলে বিজেপির মিটিং এ যাচ্ছিলাম। রাস্তার মাঝে তৃণমূলের লোকজন দাদাগিরি করে যেতে দিল না। আমাদের হুমকি দেওয়া হয়েছে। এরা সব বুলবুল খানের লোক।”

অভিযোগের দায় ঝেড়ে ফেলে মালদা জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপি আগাগোড়াই ধাপ্পাবাজির রাজনীতি করে। এখানে বিজেপি বলে কিছু নেই। মানুষের ভোট নিয়ে আমরা জিতি। ২০২১-এ যতই ফোর্স পাঠাক, যাই করুক মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *