চলন্ত টোটোর চাকা খুলে বিপত্তি ঘটল জলপাইগুড়িতে। যাত্রীবোঝাই টোটোর চাকা খুলে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ির রাজবাড়ী এলাকায়। জানা গিয়েছে জলপাইগুড়ি ইন্দিরা কলোনি মোড় থেকে দিনবাজারে যাত্রী নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই চলন্ত টোটোর পিছনের চাকা খুলে যায়। ঘটনায় চার জন জখম হয়েছেন। তাদের উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষ দর্শী এক জন জানান গাড়ির এক্সেল ভেঙে গুয়ে এই বিপত্তি ঘটে।
যাত্রীবোঝাই চলন্ত টোটোর চাকা খুলে দুর্ঘটনা জলপাইগুড়িতে
