সোমবারের ঘটে যাওয়া দুঃসাহসিক বাস ডাকাতির কিনারা করল জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন তিন ডাকাতকে গ্ৰেপ্তার করে জলপাইগুড়ি জেলা পুলিশ। এছাড়াও তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত আরো পাঁচ দুষ্কৃতি পলাতক বলে সূত্রের খবর। জানা গেছে গত সোমবার রাতে ময়নাগুড়ি জাতীয় সড়কে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাসে আট দুষ্কৃতী ডাকাতের দল লুঠপাট চালায়। বাসের সমস্ত যাত্রীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় তিন লক্ষ টাকা সহ দামি মোবাইল , গয়না নিয়ে চম্পট দেয়। ওই ।দুঃসাহসিক ডাকাতির ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন।জলপাইগুড়ি পুলিশ সুপার। এই ঘটনায় তদন্তে নেমে গতকাল তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন জলপাইগুড়ি পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ঘটনার তদন্ত চলছে , তিনজন কে গ্রেপ্তার করা হয়েছে । বাকিরা পলাতক।পুলিশ তাদেরও তল্লাশি চালাচ্ছে। খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের ধরা হবে। এদিন গ্রেপ্তার হওয়া তিন দুষ্কৃতীকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।